“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৩১ মার্চ, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম


( বাজারিছড়ায় গুরুতর জখম অবস্থায় উদ্ধার ( ব্রু রিভিউলশনারি আর্মি ইউনিয়ন)  বিআরএইউ'র কুখ্যাত জঙ্গি নেতা কিংগকংগ রিয়াং  )

 ।। এম রিয়াজুল আজহার লস্কর।।









মারের চোটে ঘায়েল হলো জঙ্গির তিনি নেতা।
হাসপাতালে কাঁদছে শুয়ে সারা শরীর ব্যথা।।
পাপটা কী তার যায়নি জানা বাদাম বড় খেলো।
সেতুর নীচে গ্রামবাসীরা দেখতে তাকে পেলো।।
আঙ্গুল একটা কাটা যে তার মাথার মধ্যে ক্ষত।
রটলে খবর দেখতে তারে মানুষ জমে শত।।
খবর পেয়ে অকুস্থলে রাইফেলস আসাম গেলো।
বিআরএইউ'র জঙ্গি বলে চিনতে তারে পেলো।।
তড়িঘড়ি রাইফেলস আসাম উদ্ধার করলো তারে !
কে ঘটালো কাণ্ডটা কেউ জানতে কি আর পারে !!
কিংগকংগ নামটি তার যে মেদলিছড়ায় বাসা।
হাসপাতালে পাচ্ছে এখন যত্ন সেবা খাসা।।
@
ছবি :- দৈনিক নববার্তা প্রসঙ্গ
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে "দৈনিক ছড়া সংবাদ আসাম")
DNPP-1.31/03/18


কোন মন্তব্য নেই: