।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
হে
বসন্ত,
রঙ নিয়ে এসেছিলি মন থেকে মনে
দোলা লেগেছিল কারো
মেরুদণ্ডের মগডালে,
যেখানে মাথা ঘোরানোর সন্ধিসেতু
যেখানে ঋতুবদলের চত্বর;
কোন এক কোকিল এসেছিল
ডাল থেকে ডালে বসে বলেছিল মিষ্টি সুরে
দূরে নয় ঘুমপাড়ানিয়া গান
ভুলে যাও বয়স গেছে সত্তর।
দোলা লেগেছিল কারো
মেরুদণ্ডের মগডালে,
যেখানে মাথা ঘোরানোর সন্ধিসেতু
যেখানে ঋতুবদলের চত্বর;
কোন এক কোকিল এসেছিল
ডাল থেকে ডালে বসে বলেছিল মিষ্টি সুরে
দূরে নয় ঘুমপাড়ানিয়া গান
ভুলে যাও বয়স গেছে সত্তর।
আমি
রঙবেরঙের ফুল অথবা ভ্রমরের গুনগুন
কোন ঝুনঝুনওয়ালার পল্লীগান শুনতে চেয়েছি,
অথচ দেউলিয়া বাতাস শুধুই ধুলো নিয়ে আসে
ঘোলা হয় রঙ
ফ্যাকাসে সুখ
বুকের ভেতর বরাবরের মতোই গুঞ্জন।
কোন ঝুনঝুনওয়ালার পল্লীগান শুনতে চেয়েছি,
অথচ দেউলিয়া বাতাস শুধুই ধুলো নিয়ে আসে
ঘোলা হয় রঙ
ফ্যাকাসে সুখ
বুকের ভেতর বরাবরের মতোই গুঞ্জন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন