কোনো লেখালেখি নয়, সাধারণভাবে এই ব্লগ সম্পর্কে আপনার যে কোনো মতামত বা কৌতুহল এখানে স্বাগত। এর অলঙ্করণ, বিষয় নির্বাচন, এর প্রচার প্রসার ইত্যাদি যেকোনো বিষয়ে এই পাতার নিচে মন্তব্য করে জানাতে অনুরোধ রইল। আশা করছি,আপনাদের আগ্রহ আমাদের উৎসাহীত করে যাবে।
১৪টি মন্তব্য:
মুগ্ধ হয়ে গেছি ব্লগের কন্টেন্ট, অলংকরণ ও বিন্যাসে। উত্তরোত্তর এটির সাফল্য কামনায় রইলাম।
ধন্যবাদ মঞ্জুশ্রীদি! আশা করছি আপনাদের এরকম উৎসাহ পেয়ে নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে একে একে আরো অনেক পূর্বোত্তরে লেখক লেখিকা এসে সমবেত হবেন, আর আপনারা যারা এখানকার চিন্তাধারার সঙ্গে তেমন পরিচিত নন, অথচ হতে চান লাভান্বিত হবেন। মাঝেমধে এসে যাবেন। ভালো লাগবে।
সুশান্ত কর : কবিতাটো ব্লগত দিব নোৱাৰি ইয়াতেই দিলো|
_________________________
গোলাপ
হিম শীতল জাড়ে
ফুটে উঠে
গোলাপ|
গোলাপে
মুখ রেখে
খোঁজ পেলাম
জোত্স্না|
আকাশের দিকে দৃষ্টি দিয়ে
দেখলাম তোমাকে
শুধু তোমাকে|
৩১/০১/২০১২
_______________________
মূল অসমিয়া : মনোহৰ দত্ত
গোলাপ
হিম চেঁচা শীততো
ফুলি উঠে
গোলাপ|
গোলাপত
মুখ থৈ
বিচাৰি পালো
জোনাক|
আকাশলৈ চাই দেখিলো
তোমাক
মাথো তোমাক...
৩০/০১/২০১২
আপুনি আধা কাম কৰি ৰৈ দিছিলে। মই তাতে সম্পূর্ণ কৰি দিলো। চালে নে?
বেশ ভালো লাগল।
চমৎকার সব লেখা দিয়ে সাজিয়েছেন।
শুভ কামনা।
অনেক ধন্যবাদ ওয়াহিদ সুজন। আসতে থাকবেন মাঝে মধ্যে।
আপনাদের ব্লগটা সুন্দর হয়েছে । নতুন লেখকদের সুযোগ দিলে আর বেশি লকের কাছে পৌঁছবেন ।
ধন্যবাদ শ্রী মুখার্জী এই ব্লগ ভ্রমণের জন্যে। এই ব্লগে নতুনরাই বেশি লেখেন বিশেষ করে যারা নেটে আছেন। কিন্তু তাঁরা পূর্বোত্তরের। আসলে অন্য জায়গারা ব্লগা আছে প্রচুর। আপনি আমাদের ব্লগেই অনেক লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের লেখকরা সেখানে ঠাই পান না তাও নয়। আসলে আমাদের লেখকদের এক জায়গাতে ধরে রাখতে এই ব্লগ, যাতে আলাদা করে চেনা যায় এরা পূর্বোত্তরের । আমাদের এরা লেখেনো কম, নেটে বেশি বেশি লিখতে উব্দ্বুদ্ধ করবার জন্যেই এই ব্লগ।
আমি প্রায় এখানে ব্লগের পোষ্ট গুল দেখি । ভাল ।
আপনি নিজেই স্বীকার করেছেন এই ব্লগের লেখকেরা লেখেন কম। আসলে লেখার জন্যে হয়তো সময় পান না। যাদের সময় আছে এবং ইচ্ছা আছে নতুন লেখকদের কথা বলছি তাদের সুযোগ দেওয়া উচিত নয় কি? আমি আম্র জন্য বলছিনা সকলের জন্য এই সিধ্যান্ত নিতে আপত্তি কি? ধন্যবাদ । আপনাদের ব্লগ এর কাঠামো এবং পশটগুল পরিচ্ছন্নও।
আপনাদের এই উদ্যোগ খুব ভালো। আরেকটি ম্যাগাজিন ইদানিং খুব ভালো কাজ করছে। নতুন লেখক এবং শিল্পীদের এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। সেই ম্যাগাজিনের নাম - শব্দদ্বীপ। ৫০০ জনের অধিক লেখক এবং শিল্পীরা দেশ ও বিদেশ থেকে তাঁদের সৃষ্টিকর্ম প্রকাশ করে ঐ ম্যাগাজিনে। বাংলা ভাষাকে সকলের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন এবং তার সাথে সাথে প্রত্যেক লেখক-শিল্পীদের সৃষ্টিকর্মগুলো।
শব্দদ্বীপ ওয়েব ম্যাগাজিন -
https://www.shabdodweep.co.in
ধন্যাবাদ। শব্দদ্বীপের জন্তে শুভেচ্ছা রইল।
হাই চ্যালেঞ্জার ওয়েবসাইট একটি অনুপ্রেরণামূলক ব্লগ। আপনার সকলেই জীবনের অনেক কঠিন সময়ের সাথে লড়াই করি। কেউ হেরে যায়, কেউ জিতে যায়। হারতে হারতে কিছু মানুষ জীবনের অবসান ঘটিয়ে ফেলে। ভেঙ্গে মানুষদের জীবনের আনন্দ উপভোগ করাতে এবং জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে এই ব্লগসাইট।
হাই চ্যালেঞ্জার
আমাদের এই চেষ্টার সঙ্গে আপনারাও সঙ্গে থাকুন।
ব্লগের নাম - Sabuj Basinda
এই ব্লগটিতে Digital Marketing, Crypto Currency, Gaming, এবং Travel সংক্রান্ত নতুন নতুন প্রবন্ধ পড়তে পারা যাবে। আপনাদের সবাইকে আমাদের এই ওয়েবসাইটে আমন্ত্রণ জানাই।
একটি মন্তব্য পোস্ট করুন