“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

বন্ধু তোকে ভালবেসে

||মিঠুন ভট্টাচার্য্য ||


(C)Image:ছবি















চল তোকে নিয়ে দিই ছুট
সৌরজগতের বাইরে
নতুন পৃথিবীতে,
নাম হবে অন্য কিছু।
পুরনো রীতি, বাধা চিন্তার আবরণহীন
মাটি, জল, জীবন।
সেখানে অমরত্বের কৌশলে হব কুশলী,
ভাবনার সাম্রাজ্য হবে স্বতন্ত্র।
পুরনো স্মৃতি যতসব
হবে ধুলোর স্তরে নিঃশেষিত,
মন মনকে
পুরো খোলা আকাশের নীচে রাখবে।
সবুজ নীল হলদে পালা করে রং ছড়াবে আমাদের আকাশটায়।
শুধু তুই আর আমি
ঐতিহাসিক সূচনার বন্ধু হব। 


শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

আনন্দে আছো তো?

 ।। সপ্তর্ষি বিশ্বাস।।

 

(C)Image:ছবি






হাতফোনে জানা গেলো ১লা বৈশাখ

এসে গেছে। প্রশ্ন ভেসে এল

"আনন্দে আছো তো?

"হ্যালো’, "হ্যালো’, "হ্যালো’

বলি, যেন কিছু শুনতে পাচ্ছিনা।

লাইন কেটে দিয়ে

মনে মনে বলি, বলতে

বাধ্য হই: আনন্দের কথা

যদি বল তাহলে বলতেই হয়

খালি পেটে ‘আনন্দ' হয়না আর

দুঃখের কথাটি এই, যে, এ গ্রহের

৯৯ দশমিক ৯৯৯

শতাংশের পেটই খালি তবে

বিজ্ঞাপনে আনন্দ প্রভূত আর

তাতেই তাদের আর তোমার আমার

ঢেকে আছে মুখ, মাথা, বুক, পেট এবং পেটের

নিচের ওই প্রত্যঙ্গটিও।

ভাবি, আমরা কখনো

জালব না আমাদের ক্ষুধার

ভূগোল? খুদার কসম, আমরা

এভাবেই বিজ্ঞাপনে ছাপা

‘আনন্দ' ও আনন্দ সংবাদ

গিলে গিলে

তারপর টপকে যাব হোর্ডিং এর ‘মোহিনী আড়ালে'?

খবর জানবে শুধু

কাকে আর চিলে?

 

সপ্তর্ষি বিশ্বাস

১৫ এপ্রিল ২০২২

বেঙ্গালোর

https://amarsonarbanglaamitomaybhalobasi.blogspot.com/2022/04/blog-post_15.html

 


বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

আমি ছেলে

 

।। মিঠুন ভট্টাচার্য ।।

(C) Image:ছবি







 অযত্নের সময়ে বিষণ্ণকাল

সংবহনে কান্নার প্রবাহ নেই,

সহমর্মিতার গন্ধবোধ নেই।

ধর্ষণের খবরে

লজ্জা রাগ ঘৃণার অনুভূতি

বাতিলের কোঠায় তালাবন্ধ।

অগুনতি ঘটনা কত

দেশীয় লজ্জাভয়ের সামাজিকতায়

আকছার ঘরের মেঝেতে আত্মদহনরত।

ভিখিরি কাগজ

কচিকাঁচাদের সুস্থ করার তাগিদে

ছোট করে শিরোনাম ঢাকে।

রাষ্ট্রযন্ত্রের অনাদৃত বকবক

আমার শ্বেতকণিকায় কাঁপন ধরায়।

আমি নিশ্চিত

হাথরস কিংবা হাঁসখালি

আমার শহর নয়।

আমি কোথাও নেই

কারণ আমি মেয়ে নই।

তাই কি?

জন্মসূত্রটা জানি কি ?

 

সোমবার, ১১ এপ্রিল, ২০২২

।। রঙিন জীবন ।।

         ফটো: গুগল সৌজন্য
।।রঙিন জীবন ।।

।। মাসকুরা বেগম ।।

হে জীবন !
রঙিন জীবন
ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি !

তোমাতে মিশে রয়েছে
যত সুখ - দুঃখ 
আনন্দ - অশ্রুর গল্প কথা ।
বেঁচে থাকতে চাই
আঁকড়ে ধরে তোমাকে
হে রঙিন জীবন !

মহান স্রষ্টার দান তুমি
আমানত তুমি আমাতে
কেমনে করি হেলা তোমায় !
সযতনে সাজাই তোমায়
অপটু হাতে নানান রঙে
এলোমেলো হয়ে যায় দক্ষতার অভাবে ।

 দূরদর্শীতার অভাব সত্ত্বেও
চেষ্টা করে যাই
তোমার লক্ষ্যে পৌঁছাতে
হে রঙিন জীবন !

হোঁচট খাই, তবুও
হেঁটে চলি মাইলের পর মাইল
 বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে
তোমায় ভালোবাসি বলে !

হে জীবন, তোমার যে কত রং 
কখনও রামধনু রঙে রাঙাও
কখনও ঘূর্ণিঝড়ের ঘূর্ণিপাকে ঘুরাও
 তোমার যে কত ঢং !

জীবন ! তুমি যে খরস্রোতা নদীর মত
বয়ে চল দূর্বার গতিতে
পাল যদি মাঝি বাইতে জানে
ভেসে যাবে তবে সঠিক দিশে
নয়তো হারিয়ে যাবে কোন অতল সমুদ্রে !

তোমার লীলা খেলা বড় অদ্ভুদ
তুমি খেলছ যত রঙের খেলা
সবই তো বিধাতার ইশারায় 
হে রঙিন জীবন ! 
ভালোবাসি তোমায় ! খুব ভালবাসি !

শনিবার, ২ এপ্রিল, ২০২২

ইছামতীর ইচ্ছে

|| মিঠুন ভট্টাচার্য্য ||

(C)Image:ছবি

 

 

 

 

 

 

 

একা রাস্তায় হেঁটে যেতে যেতে
ইচ্ছে হল ইছামতীর জলে
সাঁতার কাটি।
ইছামতীর নিঃসঙ্গতার সঙ্গী হই।
মনে হল -
অনেক দেশ, মানুষের চাপ সামলে
সাগর পাড়ি দেবার উদ্দেশ্যে তার যাত্রা।
এত এত জলরাশি,
নৌকো বয়ে নিয়ে চলছে
ইস্পাতের সাঁকোর মাঝখান দিয়ে।
আমার শরীর, প্রাণের অংশীদার
সে হতে চাইবে কি?

শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

মানবতার সওগাত

।। আ, ফ, ম,  ইকবাল ॥  
 
(C)Image:ছবি

          
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আজও ফুটে ধরণীতে শতশত ফুল 
আজও ধরে ডালে ডালে ফলের মুকুল 
আজও বয় মৃদু বায়ু চিত্ত করে আকুল 
মানুষেরই মাঝে শুধু কেন এতো ভুল ! 

উঠে রবি নিত্য করে আলো পূর্বাকাশ 
শিশিরের সাথে খেলে কচি দূর্বাঘাস 
স্বচ্ছ প্রভাত বায়ু করে নির্মল শ্বাস প্রশ্বাস 
মানুষেরই মাঝে শুধু কেন এতো হা-হুতাশ !  

গ্রহ তারা রবি শশী চলে নিজ ছন্দে 
নীলাকাশে উড়ে পাখি চিত্ত-আনন্দে 
বিধির বিধান চলমান জগতের রন্ধ্রে রন্ধ্রে 
মানুষই কেন শুধু জড়িয়ে পরস্পর দ্বন্দ্বে ?  

কোথা গেল ভালোবাসা প্রেমের বন্ধন 
নয় কি মানুষ আজ আর মানব-নন্দন 
না জানি কেমনে হল এই ছন্দপতন 
মানুষের লাগি মানুষ আজ করছে ক্রন্দন ! 

এসো ভাই প্রেমডোরে ধরি হাতে হাত 
আবাহন করি নব প্রেমময় প্রভাত 
মানুষ হয় ভাবি মানুষের তরে দিবসরাত 
রচে যাই মানুষের তরে মানবতার সওগাত ॥

              
       ০১-০৪-২০২২। 
হাফলং। ডিমা হাসাও।