।।রঙিন জীবন ।।
।। মাসকুরা বেগম ।।
হে জীবন !
রঙিন জীবন
ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি !
তোমাতে মিশে রয়েছে
যত সুখ - দুঃখ
আনন্দ - অশ্রুর গল্প কথা ।
বেঁচে থাকতে চাই
আঁকড়ে ধরে তোমাকে
হে রঙিন জীবন !
মহান স্রষ্টার দান তুমি
আমানত তুমি আমাতে
কেমনে করি হেলা তোমায় !
সযতনে সাজাই তোমায়
অপটু হাতে নানান রঙে
এলোমেলো হয়ে যায় দক্ষতার অভাবে ।
দূরদর্শীতার অভাব সত্ত্বেও
চেষ্টা করে যাই
তোমার লক্ষ্যে পৌঁছাতে
হে রঙিন জীবন !
হোঁচট খাই, তবুও
হেঁটে চলি মাইলের পর মাইল
বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে
তোমায় ভালোবাসি বলে !
হে জীবন, তোমার যে কত রং
কখনও রামধনু রঙে রাঙাও
কখনও ঘূর্ণিঝড়ের ঘূর্ণিপাকে ঘুরাও
তোমার যে কত ঢং !
জীবন ! তুমি যে খরস্রোতা নদীর মত
বয়ে চল দূর্বার গতিতে
পাল যদি মাঝি বাইতে জানে
ভেসে যাবে তবে সঠিক দিশে
নয়তো হারিয়ে যাবে কোন অতল সমুদ্রে !
তোমার লীলা খেলা বড় অদ্ভুদ
তুমি খেলছ যত রঙের খেলা
সবই তো বিধাতার ইশারায়
হে রঙিন জীবন !
ভালোবাসি তোমায় ! খুব ভালবাসি !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন