“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১১ এপ্রিল, ২০২২

।। রঙিন জীবন ।।

         ফটো: গুগল সৌজন্য
।।রঙিন জীবন ।।

।। মাসকুরা বেগম ।।

হে জীবন !
রঙিন জীবন
ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি !

তোমাতে মিশে রয়েছে
যত সুখ - দুঃখ 
আনন্দ - অশ্রুর গল্প কথা ।
বেঁচে থাকতে চাই
আঁকড়ে ধরে তোমাকে
হে রঙিন জীবন !

মহান স্রষ্টার দান তুমি
আমানত তুমি আমাতে
কেমনে করি হেলা তোমায় !
সযতনে সাজাই তোমায়
অপটু হাতে নানান রঙে
এলোমেলো হয়ে যায় দক্ষতার অভাবে ।

 দূরদর্শীতার অভাব সত্ত্বেও
চেষ্টা করে যাই
তোমার লক্ষ্যে পৌঁছাতে
হে রঙিন জীবন !

হোঁচট খাই, তবুও
হেঁটে চলি মাইলের পর মাইল
 বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে
তোমায় ভালোবাসি বলে !

হে জীবন, তোমার যে কত রং 
কখনও রামধনু রঙে রাঙাও
কখনও ঘূর্ণিঝড়ের ঘূর্ণিপাকে ঘুরাও
 তোমার যে কত ঢং !

জীবন ! তুমি যে খরস্রোতা নদীর মত
বয়ে চল দূর্বার গতিতে
পাল যদি মাঝি বাইতে জানে
ভেসে যাবে তবে সঠিক দিশে
নয়তো হারিয়ে যাবে কোন অতল সমুদ্রে !

তোমার লীলা খেলা বড় অদ্ভুদ
তুমি খেলছ যত রঙের খেলা
সবই তো বিধাতার ইশারায় 
হে রঙিন জীবন ! 
ভালোবাসি তোমায় ! খুব ভালবাসি !

কোন মন্তব্য নেই: