।। শৈলেন দাস।।
(C)Image:ছবি |
আমার সাধ চিরদিনের
তোমার পাশে দাঁড়িয়ে ঘ্রাণ নিই বেলি ফুলের।
কৈশোরের সরস্বতীপূজার দিনে
দল বেধে অঞ্জলি দিতে আসা তরুণীদের
বেণীতে বেলি ফুলের মালা দেখে
ভাল লাগার আবেশ তৈরি হত মনে
সুযোগ পেলেই দূর থেকে
আমি তাকিয়ে থাকতাম তাদের দিকে।
যৌবনে আবেশ বদলে গেল আবেগে
এবং তোমাকে দেখার পর টের পেলাম
অনুভূতি হতে লাগল অন্য ধরনের
মন ধাবিত হতে লাগল তোমার দিকে
কিন্তু নানা প্রতিবন্ধকতা
আমার কিছু অক্ষমতার কারণে
আমাকে দাঁড়িয়ে থাকতে হল দূরেই।
আজও সরস্বতীপূজার দিনে
দল বেঁধে অঞ্জলি দিতে আসা তরুণীদের
বেণীতে বেলি ফুলের মালা থাকে
কিন্তু তাকাতে পারিনা তোমার কারণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন