“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

ভাবনা ....এক



 
(C)Image:ছবি






















।। চিরশ্রী দেবনাথ।।

মার কাছে যে মন্ত্রগুচ্ছ
সম্মোহন কামনা করে তোমার
ডাইনি ই শিখেছে শুধু সে আবাহন
শনের মত চুল, নুড়ির মত বুক নিয়ে
আগুন সাধনা করে
পুড়ে যেতে যেতে সাধনার রস
বিষের মতো ছড়িয়ে  ....
গলা থেকে উগড়ে পরে যাবতীয় ক্ষুধা,
ক্ষুধাকে পাশ ফেরালেই ডাইনি
রূপের মত জ্বলে ওঠে .......

কোন মন্তব্য নেই: