“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

বসন্ত ধুলো ...ছয়

।।  চিরশ্রী দেবনাথ ।।


(C)Image:ছবি















র জনমে আমি গঙ্গা হবো,
সব জনপদে আমার প্রেমিক আমাতে ডুব দিও,
এতো পবিত্র করবো তোমায়..
ভুলে যাবে আমার স্বাদ,
সন্ন্যাসী হবে জলজ মুহূর্তে,
কমন্ডলুতে ভরে নিও কেবল একটি গন্ডুষ,
পিপাসা গিলবে !
রক্ত ও জলে আমার মেশামেশি,
আমায় শরীর করো, পাগল করো, শিশু করো,
দাপাদাপি করে তোমার জাগিয়ে রাখি,
মন্ত্রে মন্ত্রে যত অশুদ্ধতা, তোমায় অন্ধ করুক বাকি জীবন...

কোন মন্তব্য নেই: