।।শৈলেন দাস।।
(C)Image:ছবি |
হাজার বছরের প্রতীক্ষা
কত শীত গ্রীষ্ম কেটে গাছে অবহেলায়
চারপাশে শুধু গজিয়েছে
একগুচ্ছ আগাছা।
এমন দিনে দমকা হাওয়ায়
ঝরাপাতাগুলো সরে যখন যায়
তখন পেলাম সমাধিতে আমার
কোমল হাতের আলতো ছোঁয়া।
অস্পষ্টে শুধালাম ভেঙ্গে সন্ধ্যার নীরবতা
কে তুমি? চিত্রলেখা?
উত্তরে পেলাম শুধু
চোখের জল দুফোঁটা।
কত শীত গ্রীষ্ম কেটে গাছে অবহেলায়
চারপাশে শুধু গজিয়েছে
একগুচ্ছ আগাছা।
এমন দিনে দমকা হাওয়ায়
ঝরাপাতাগুলো সরে যখন যায়
তখন পেলাম সমাধিতে আমার
কোমল হাতের আলতো ছোঁয়া।
অস্পষ্টে শুধালাম ভেঙ্গে সন্ধ্যার নীরবতা
কে তুমি? চিত্রলেখা?
উত্তরে পেলাম শুধু
চোখের জল দুফোঁটা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন