“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

প্রজন্মের অন্তর

।। মিঠুন ভট্টাচার্য ।।

(C)Image:ছবি










কিশোরী মন কেঁদে উঠে
ভয়ে ব্যথায়,
অপরিচিতের মাঝে
অচেনা নতুন পরিবারে।
আমি বলে চলি-
তোর কিছু হয়নি,
তুই ভান করছিস,
কাঁদিস তুই আবেগ জাগিয়ে
আমার সহানুভূতির পালকি চড়বি বলে।
আমি বেঁচে আছি
আমার মন্দবাসার দিনগুলো আঁকড়ে।
 
স্নেহের স্মৃতি বড় ঝাপসা মেদুর,
রাতগুলো কুপীর আলো আঁধারি।
আমি ভাসতে পারিনি
এলইডি বাল্বের উজ্জ্বলতায়।
ভেবেছি -
আলোর বন্যা
আমার পুরষ্কার।
ভালোবাসার স্পর্শ পড়েনি
শরীর বাসায়,
মনের কোঠায়
মাকড়সা জালের ছাদ।
দেখো না আরেকবার
আমি কিশোরী সেজে!
 

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

আদম সুমারী

।। আ, ফ, ম, ইকবাল॥ 













অগণিত মানুষ 
আসে যায় ধরণীতে 
ধরণী থেকে । 

আপন কর্ম দিয়ে 
কেউ হয়ে উঠে কালজয়ী 
কেউ বেঁচে বেঁচে মরে যায় 
কেবল কর্মের নিরিখে 
পরিচয় এ ধরায়। 

আফসোস- 
দেবস্থানেও আজ 
অমানুষ ঠাঁই পেয়ে যায় 
করুণা প্রেমের ঝর্ণা 
অকালে শুকিয়ে যায় 
পাল্টে গেছে মানুষের সংজ্ঞা 
পাল্টে গেছে প্রেমের পরিভাষা ! 

মজলুম আজ 
ফুলের পাপড়ি 
মজলুম নিষ্পাপ শিশুকন্যা 
মজলুম দলিত সংখ্যালঘু 
আইনের দাড়িপাল্লা ধরে থাকা 
সেই মেয়েটির খুলে গেছে আজ 
একটি চোখের বাঁধন !

ক্ষমতার দাপটে 
ক্রেন এক্সকেভেটর 
ধরেছে কানুনের রূপ 
বুলডোজার হয়েছে  
নবযুগের হিটলারি কালচার !

জ্বলছে দেশ দেশান্তর 
নিরোরা আত্মমগ্ন হয়ে তুলছে 
বীণার তারে অভিনব সুর  
ঘুরে বেড়াচ্ছে তারা  
বিশ্বের প্রান্তে প্রান্তে !

ধর্মের নামে রচিছে বিধান যারা 
জানেনা ধর্মের বাণী  
আছে যদি ধর্ম-প্রীতি 
মেনে দেখো ধর্মের নীতি 
মুছে যাবে সকল বাধা ব্যবধান 
কায়েম হবে মানুষের রাজত্ব
হবে জাগ্রত 
উজ্জিবিত মানুষের প্রাণ !  
             
            হাফলং। ডিমা হাসাও।
                   ২১-০৯-২০২২। 

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

আলোর ছন্দ


।। মিঠুন ভট্টাচার্য।। 



























সূর্যের দেশে
রোদ স্মিতার আলোয়
তোমায় নিয়ে
তমসাবিহীন রাত্রি জাগি
রাত বারোটায়।
শীত স্বপ্ন হাতে
উদীচী ঊষায়
তোমায় নিয়ে বিভোর
প্রাণস্মিতা ছন্দে
তুমুল আলোর ফোয়ারা তলে।