“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

এবার ফিরুক সুখের সাজ

অসিত রায় স্মরণে

















।। বিদ্যুৎ চক্রবর্তী ।।

তোমার কেমন উপহার ?
দিনের আলোয় দিলে আমায়
রাতের অন্ধকার।

চলার পথে এই বিরতি
শেষের আগে কোন সে গরজ
অবেলায় করলে ইতি ?

আমার চাওয়া নয় তো বেশি
ক্ষণিক সুখের মাঝেই কেন
ছিনিয়ে নিলে মুখের হাসি ?

হৃদয় আমার ব্যাকুল যে আজ
প্রতীক্ষার হোক অন্ত এবার
ফিরুক সুখের সাজ।

তোমার  সহসা খেয়ালি খেলায়
স্তব্ধ আমার দিবস রাত্রি
বৃষ্টি ঝরুক তোমার সাড়ায়।

স্মৃতির বারান্দায়

                    ।।   রফিক উদ্দিন লস্কর।।



(C)Image:ছবি













সেই সোনালি দিনগুলোর ভোরের ফুরফুরে হাওয়া
আজও ধাক্কা দেয় কোমল হৃদয়ে বজ্রের মতো,
শীতের সকালে কুয়াশার সাথে নিদারুণ সখ্যতা।
আজ ভিন্ন পথে, আবছা আলোয় আনাগোনা যার
ফেলে আসা দিনগুলোর স্মৃতি বারবার অশ্রু ঝরায়,
মনের অলিন্দে পায়চারি করে এখন প্রতিরোজ।
অচল মনে দাঁড়িয়ে আছি বর্তমানের দেয়াল ঘেষে
তারপর..., বসে বসে প্রহর গুনি স্মৃতির বাতায়নে,
দ্বিচারিণী মন ঘুরে বেড়ায় মায়ার মিতালীতে।
পূর্ণিমা রাতের স্নিগ্ধ আলোয় আকাশে জেগে থাকা
অসংখ্য তারার মতো কত শত স্মৃতি আধো আলোয়,
যাযাবর হয়ে  ঘুরে বেড়ায় বেচারা মনের আকাশে।
এক অদৃশ্য গ্রন্থিতে বাঁধা সেকাল একালের পথ
রোদেলা দুপুরে আকাশের বুকে ছোট-বড় রঙিন ঘুড়ি,
আজও উড়ে বেড়ায় লাল, সাদা, হলুদ, বেগুনি রঙের
জীবনের হিসেব কষে লাটাই আর সুতোর টানে।
বৈশাখী ঝড়ের নৃত্যে দামামা বাজে পড়ন্ত বিকেলে
কালো মেঘে আবৃত আবেগী মনের আকাশ,
ফেলে আসা দিনগুলো আলো-ছায়ায় হাতড়ে খুঁজে ফিরি।
কিছু  সময়, কিছু অনন্য মুহূর্ত, কিছু প্রিয় মুখ, কিছু  উপলব্ধি
কিছু ভালো-লাগার স্পর্শ-আমেজ, অন্তরের গভীরে লুকানো,
বর্তমানের কাছে পরাজিত কিছু চিরচেনা ঘটনার স্থিরচিত্র।

শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

আঞ্চলিক সংবাদ



   ।।  এম রিয়াজুল আজহার লস্কর  ।।


(C)Imageঃছবি













উয়ের পিঠে কিল মেরে যে বেটা হলো হাওয়া,
অনেক হলো খোঁজাখোঁজি যায়নি তাকে পাওয়া।
আজকে হঠাৎ ধরা খেলো পড়ে থানার ফাঁদে,
দশ বারোটা বাদাম খেয়ে কেবল এখন কাঁদে।

বলল উঠে, ওসি মশাই ! ভুল করেছি ভারি !
দাও ছেড়ে ভাই গরিব আমি চালাই ঠেলা গাড়ি।
বলল ওসি ! মামলা শুরু ! সোজা জেলে যাইন,
গরিব ধনী সবার জন্যে সমান দেশের আইন।

বুধবার, ১ জানুয়ারী, ২০২০

শীতের ছড়া


 ।।   এম রিয়াজুল আজহার লস্কর  ।।

কে কেটেছে কাঁথা বালিশ ?
ইদুর চালায় হামলা ?
শরীর তোমার নাচছে শীতে
থানায় করো মামলা।

কি করে গো ছেলে তোমার ?
-চাকরি এয়ারপোর্টে !
উকিল ধরো, মরিব ধরো,
লাগবে যাওয়া কোর্টে।
@
( ০১/০১/২০২০ )