“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

এবার ফিরুক সুখের সাজ

অসিত রায় স্মরণে

















।। বিদ্যুৎ চক্রবর্তী ।।

তোমার কেমন উপহার ?
দিনের আলোয় দিলে আমায়
রাতের অন্ধকার।

চলার পথে এই বিরতি
শেষের আগে কোন সে গরজ
অবেলায় করলে ইতি ?

আমার চাওয়া নয় তো বেশি
ক্ষণিক সুখের মাঝেই কেন
ছিনিয়ে নিলে মুখের হাসি ?

হৃদয় আমার ব্যাকুল যে আজ
প্রতীক্ষার হোক অন্ত এবার
ফিরুক সুখের সাজ।

তোমার  সহসা খেয়ালি খেলায়
স্তব্ধ আমার দিবস রাত্রি
বৃষ্টি ঝরুক তোমার সাড়ায়।

২টি মন্তব্য:

Unknown বলেছেন...

Bondhu ei chutto kobitar modhye Amar pura jibonta e prokash peye geche.
Tumar likhoni bondhu sompurno biswe choriye poruk

Unknown বলেছেন...

Bondhu ei chutto kobitar modhye Amar pura jibonta e prokash peye geche.
Tumar likhoni bondhu sompurno biswe choriye poruk