অসিত রায় স্মরণে |
।। বিদ্যুৎ চক্রবর্তী ।।
এ তোমার কেমন উপহার ?
দিনের আলোয় দিলে আমায়
রাতের অন্ধকার।
চলার পথে এই বিরতি
শেষের আগে কোন সে গরজ
অবেলায় করলে ইতি ?
আমার চাওয়া নয় তো বেশি
ক্ষণিক সুখের মাঝেই কেন
ছিনিয়ে নিলে মুখের হাসি ?
হৃদয় আমার ব্যাকুল যে আজ
প্রতীক্ষার হোক অন্ত এবার
ফিরুক সুখের সাজ।
তোমার সহসা খেয়ালি খেলায়
স্তব্ধ আমার দিবস রাত্রি
বৃষ্টি ঝরুক তোমার সাড়ায়।
২টি মন্তব্য:
Bondhu ei chutto kobitar modhye Amar pura jibonta e prokash peye geche.
Tumar likhoni bondhu sompurno biswe choriye poruk
Bondhu ei chutto kobitar modhye Amar pura jibonta e prokash peye geche.
Tumar likhoni bondhu sompurno biswe choriye poruk
একটি মন্তব্য পোস্ট করুন