।। রতন দাস।।
(C)Image:ছবি |
দুর্ভাগার ভাবনা, চিত্তহারার স্থিরতা
হারিয়ে যাওয়া পথে, হারিয়ে যায় সব কল্পনা ।
নির্জন সব কুটির, স্তব্দ সব হৃদয়
মেঘলা আকাশ, চারিধার অশান্তময় ।
মাঝিহারা নৌকা, আড়ম্বরহীন জীবন
সবকিছু পিছনে ফেলা, আলো খুঁজে মন ।
কে ডাকিল শেষে, কে যেন ধরিল কাঁধে
নিষ্ঠূরতার মাজে, সরলতা বেরিয়ে ডাকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন