“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

হারিয়ে যাওয়া পথে,


     ।। রতন দাস।।


(C)Image:ছবি










দুর্ভাগার  ভাবনা, চিত্তহারার স্থিরতা
হারিয়ে যাওয়া পথে, হারিয়ে যায় সব কল্পনা ।
নির্জন সব কুটির, স্তব্দ সব হৃদয়
মেঘলা আকাশ, চারিধার অশান্তময় ।

মাঝিহারা  নৌকা,  আড়ম্বরহীন জীবন   
সবকিছু পিছনে ফেলা, আলো খুঁজে মন । 
কে ডাকিল শেষে, কে যেন ধরিল কাঁধে
নিষ্ঠূরতার মাজে, সরলতা বেরিয়ে ডাকে ।


কোন মন্তব্য নেই: