“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

ঈশানের বইপত্তর

'কাঠের নৌকা' আমাদের সহযোগী ব্লগ। আমাদের উদ্দেশ্য এই ঈশান ভারতের আট রাজ্যে বাংলা ভাষাতে যা কিছু লেখা ছাপা হবে, সম্ভব হলে তার সবটাই জোগাড় করে এখানে, এই আন্তর্জালিক বিশ্বে তুলে ধরা। ভাষা বাংলা আর স্থান এই ঈশান ভারত। এই আমাদের বিবেচ্য। এর বাইরে লেখক , প্রকাশক কিম্বা সম্পাদকের দর্শন,রাজনীতি, আদর্শ, জাতি , বর্ণ কিম্বা অঞ্চল কোনটা - সে আমাদের কাছে বাহ্য এবং যথা সম্ভব পরিত্যাজ্য বলে বিবেচিত হবে। আমরা আশা করব, পাঠকের উৎসাহ আমাদের যাত্রা সুগম করবে। আর লেখক, প্রকাশক কিম্বা সম্পাদকেরা তাদের প্রকাশনার একটা পিডিএফ (PDF) কপি করে আমাদের পাঠাবেন। যে বই বা পত্রিকা প্রকাশ পেতে যাচ্ছে তার পান্ডুলিপিও পাঠাতে পারেন ।কিন্তু সেটি ইউনিকোডে হওয়া চাই অবশ্যই। বাকিটা আমরা করব স্বেচ্ছাশ্রমের আনন্দে। একবার ঘুরে আসুন এখানে।

কোন মন্তব্য নেই: