“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

প্রিয় সবুজ আস্তানা



প্যালেস্টাইনে আলপটকা 
বোমারু বিমানের বর্ষণে 
তোমার মৃত্যু। 
আমি ভেঙে
উত্তরাখণ্ডে জলস্রোতে ভেসে গড়িয়ে যাই,
হয়তো তেলেঙ্গানায় খুটি ধরে
জীবন খুঁজি।
তোমায় যে আর মোবাইল স্ক্রিন থেকে বারান্দায়
খুঁজে পাই না।