দৈনিক যুগশঙ্খে প্রকাশিত আজ (১০ আগস্ট,১৪) |
যখন আমি রবীন্দ্রনাথ পড়ি,
মাঝে মাঝেই পড়ি
প্রায় ই পড়ি
তখন চারপাশে মোমের আলোর মত
নরম আঁধার ঘনায়
আর ক্রমশঃ ডুবে যেতে থাকি
গভীর থেকে গভীরতর মায়ায়
সেই প্রায়ান্ধকার থেকে
আলোময় তুমি উঠে এসে
হাত বাড়াও' রঞ্জন' হয়ে
আর আমি 'নন্দিনী' হয়ে
ছুঁয়ে ছুঁয়ে যেতে চাই তোমায়
অথবা 'লাবণ্য' হয়ে
'অমিত' ভালবাসায়
ভরে দিতে থাকি তোমার হৃদয়
যে হৃদয়ে জাগে একটিই মুখ
"ভালবাসা" অথবা "রবি ঠাকুর"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন