“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

তবুও স্বাধীনতা...

















বুও স্বাধীনতা আসে...
স্বাধীনতার দিনে
কত রঙ এসে মেলে
তেরঙা মিছিলে।
কত শ্বাস – হতাশ্বাস
নিশানে নিশানে প্রতিভাস-
কিছু তার মুছে যায়,
কিছু থেকে যায় বিভাস
স্বপনে সুদূরে..

তবুও স্বাধীনতা আসে
স্বাধীনতার দিনে
জানালার জাফরিতে
মাথা রেখে দেখি-
এক টুকরো নীলে
ভেসে যায় অধরা আভাস,
আমার স্বাধীনতা, অথবা
স্বাধীনতার আমি
প্রত্যাশায় উদ্ভাস.....

কোন মন্তব্য নেই: