।। মিফতাহ- উদ-দ্বীন ।।
(ছেলে আরহাম কে নিয়ে আমার প্রথম ছড়া)
আরহাম কী রকম
আছো তুমি আজকে?
কাছে থাকি সারাক্ষণ
ফেলে সব কাজকে।
পাঁচদিনে পৃথিবীতে
কী কী সব দেখলে
বলে ফেল কানে কানে
আজ কিছু শিখলে?
কোথা ছিলে এদ্দিন
কারা ছিল সঙ্গী
একে একে বল সবই
করে নানা ভঙ্গি।
চোখ বোজে হাই তুলো
হেসে চলো মুচকি
সঙ্গীরা সব তবে
নেয় বুঝি খোঁজ কি?
(C) Image |
(ছেলে আরহাম কে নিয়ে আমার প্রথম ছড়া)
আরহাম কী রকম
আছো তুমি আজকে?
কাছে থাকি সারাক্ষণ
ফেলে সব কাজকে।
পাঁচদিনে পৃথিবীতে
কী কী সব দেখলে
বলে ফেল কানে কানে
আজ কিছু শিখলে?
কোথা ছিলে এদ্দিন
কারা ছিল সঙ্গী
একে একে বল সবই
করে নানা ভঙ্গি।
চোখ বোজে হাই তুলো
হেসে চলো মুচকি
সঙ্গীরা সব তবে
নেয় বুঝি খোঁজ কি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন