“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

আরহাম

।।   মিফতাহ- উদ-দ্বীন   ।।


 
(C) Image




















(ছেলে আরহাম কে নিয়ে আমার প্রথম ছড়া)
   

রহাম কী রকম
আছো তুমি আজকে?
কাছে থাকি সারাক্ষণ
ফেলে সব কাজকে।

পাঁচদিনে পৃথিবীতে
কী কী সব দেখলে
বলে ফেল কানে কানে
আজ কিছু শিখলে?

কোথা ছিলে এদ্দিন
কারা ছিল সঙ্গী
একে একে বল সবই
করে নানা ভঙ্গি।

চোখ বোজে হাই তুলো
হেসে চলো মুচকি
সঙ্গীরা সব তবে
নেয় বুঝি খোঁজ কি?

কোন মন্তব্য নেই: