“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪

স্বপ্নের দেশ...


























 ।। মধুমিতা ভট্টাচার্য।।

হাট্টিমা টিম টিম
মুংগেরীলাল
স্বপ্ন দেখে
পাড়ছে সোনার
ডিম।

গাছপালাতে
ঘর বাড়িতে
কখনো বা
সাংসদেতে
মুরগি হয়ে
পাড়ছে সবাই
মস্ত সোনার
ডিম।

এবার মায়ের
জন্মদিনে
তাইতো ছেলে
ঠিক করেছে
সোনার ডিমে
ভরিয়ে দেবে
চাষী ভাইয়ের
ধানের গোলা।

মায়ের চোখের
অশ্রু বলে
বারণ আছে
স্বপ্ন দেখা
বারণ আছে
মিথ্যে বলা।



কোন মন্তব্য নেই: