।। আবু আশফাক্ব চৌধুরী ।।
হে আমার নয়নঝুরি প্রিয়তমা
যদি কাছে থাকো অনায়াসে
ফুল ফোটাতে পারি বেমসুম দিনে
নীল আকাশের বুকে লিখে দিতে পারি
তোমার অশ্রুত নাম হৃদয়ের রক্ত দিয়ে
মেঘেরা ধোয়াবে এসে যত্ন করে
তোমার উদ্ধত বাহুযুগল
যদি কাছে থাকো অনায়াসে
প্রজাপতির ডানা থেকে হাজারো বর্ণের
শিখা ছিনিয়ে আনতে পারি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন