“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বিকেলের শিহরণ

 

রাজেশ চন্দ্র দেবনাথ 

বুদ্ধিসুখে কাতরায় কিছু দৃশ্য 

মাতব্বরি শেষে রাতের শিহরণে

উত্তেজনায় টানটান গাণিতিক ত্রাণ 

বিশেষজ্ঞ মেঘে কাতুকুতু 

জাগিয়ে রাখে মৃত্যুর সংলাপ 

স্বপ্নদোষ এড়িয়ে কবিতা দোষে

খাতায় চোখ বুজে আসে…

কোন মন্তব্য নেই: