“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

আঞ্চলিক সংবাদ



   ।।  এম রিয়াজুল আজহার লস্কর  ।।


(C)Imageঃছবি













উয়ের পিঠে কিল মেরে যে বেটা হলো হাওয়া,
অনেক হলো খোঁজাখোঁজি যায়নি তাকে পাওয়া।
আজকে হঠাৎ ধরা খেলো পড়ে থানার ফাঁদে,
দশ বারোটা বাদাম খেয়ে কেবল এখন কাঁদে।

বলল উঠে, ওসি মশাই ! ভুল করেছি ভারি !
দাও ছেড়ে ভাই গরিব আমি চালাই ঠেলা গাড়ি।
বলল ওসি ! মামলা শুরু ! সোজা জেলে যাইন,
গরিব ধনী সবার জন্যে সমান দেশের আইন।

কোন মন্তব্য নেই: