।। আ, ফ, ম, ইকবাল॥
অগণিত মানুষ
আসে যায় ধরণীতে
ধরণী থেকে ।
আপন কর্ম দিয়ে
কেউ হয়ে উঠে কালজয়ী
কেউ বেঁচে বেঁচে মরে যায়
কেবল কর্মের নিরিখে
পরিচয় এ ধরায়।
আফসোস-
দেবস্থানেও আজ
অমানুষ ঠাঁই পেয়ে যায়
করুণা প্রেমের ঝর্ণা
অকালে শুকিয়ে যায়
পাল্টে গেছে মানুষের সংজ্ঞা
পাল্টে গেছে প্রেমের পরিভাষা !
মজলুম আজ
ফুলের পাপড়ি
মজলুম নিষ্পাপ শিশুকন্যা
মজলুম দলিত সংখ্যালঘু
আইনের দাড়িপাল্লা ধরে থাকা
সেই মেয়েটির খুলে গেছে আজ
একটি চোখের বাঁধন !
ক্ষমতার দাপটে
ক্রেন এক্সকেভেটর
ধরেছে কানুনের রূপ
বুলডোজার হয়েছে
নবযুগের হিটলারি কালচার !
জ্বলছে দেশ দেশান্তর
নিরোরা আত্মমগ্ন হয়ে তুলছে
বীণার তারে অভিনব সুর
ঘুরে বেড়াচ্ছে তারা
বিশ্বের প্রান্তে প্রান্তে !
ধর্মের নামে রচিছে বিধান যারা
জানেনা ধর্মের বাণী
আছে যদি ধর্ম-প্রীতি
মেনে দেখো ধর্মের নীতি
মুছে যাবে সকল বাধা ব্যবধান
কায়েম হবে মানুষের রাজত্ব
হবে জাগ্রত
উজ্জিবিত মানুষের প্রাণ !
হাফলং। ডিমা হাসাও।
২১-০৯-২০২২।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন