রাজেশ চন্দ্র দেবনাথ
রাতের আব্রু ছিঁড়ে পাখিজগতে
গুণগুণ বাজে হাকে বক।
হাওয়ায় হাওয়ায় বলে যায় ইয়া তেবয়া লিউবিউ
শিশির ভেজা মাঠ কেঁদে কেঁদে খবর ছড়ায় নানু নিনানু প্রীতিসুথিন
বাচার জন্য জীবন মানে ইস লিবে দিস
কাঠ হাতে বালক চেচায় দুস্তাত দারাম
প্রেমের উষ্ণতা চাঁদের বারান্দায় বলে যায় মেনা তান্দা উইনা
শতবর্ণ কবি লিখে রাখে
মহে পেন্দা,নাকু পেন্দা,মিলুই তে
প্রচ্ছদে সভ্যতায় সুদীর্ঘ ছায়া একে যায় তাইম ইনগ্রালিত।
রাতের আব্রু ছিঁড়ে পাখিজগতে
গুণগুণ বাজে হাকে বক।
হাওয়ায় হাওয়ায় বলে যায় ইয়া তেবয়া লিউবিউ
শিশির ভেজা মাঠ কেঁদে কেঁদে খবর ছড়ায় নানু নিনানু প্রীতিসুথিন
বাচার জন্য জীবন মানে ইস লিবে দিস
কাঠ হাতে বালক চেচায় দুস্তাত দারাম
প্রেমের উষ্ণতা চাঁদের বারান্দায় বলে যায় মেনা তান্দা উইনা
শতবর্ণ কবি লিখে রাখে
মহে পেন্দা,নাকু পেন্দা,মিলুই তে
প্রচ্ছদে সভ্যতায় সুদীর্ঘ ছায়া একে যায় তাইম ইনগ্রালিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন