“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

বসন্ত ধুলো ...আট

।। চিরশ্রী দেবনাথ ।।

(C)Image:ছবি



























দি হারতে হয় ঋতুরাজ
একই সঙ্গে হারবো
হারের সঙ্গে মিশে যাবে শুকনো বাগিচা
দুর্বল মরশুমী ফুলের শুদ্ধতা
যদি ডুবতে হয় এক সঙ্গেই ডুবব
দুর্দান্ত প্রিয় একটি নদীকে পাঠাবো নিমন্ত্রণ
চন্দনবন ডুবিয়ে এসেছে সেই নদীজল,
ঢেউয়ের মাথায় চর্চিত চুম্বনক্ষণ
হেরে যাওয়া, ডুবে যাওয়ার আকন্ঠ স্বাদটুকু অন্তত দিও .........

কোন মন্তব্য নেই: