“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

তুমি কি শুনতে পাও


।।শৈলেন দাস।।
















তুমি ছুঁয়ে যাও আমার হৃদয়
ভোরের সূর্য কুয়াশা ভেদ করে
গাছের সবুজ কচি পাতাকে ছুঁয়ে
যেন যোগান দেয় জীবনী শক্তির।
জড়তা কাটিয়ে শিরাগুলিতে
দ্রুত হব রক্তের চলাচল
ধুক্ ধুক্ করে বেজে উঠে
অশান্ত রিংটোন মনের
তুমি কি শুনতে পাও
হে মহাকবি,
বিশ্বায়নের দাপট এড়িয়ে?

কোন মন্তব্য নেই: