“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

বসন্ত ধুলো .....সাত

।।চিরশ্রী দেবনাথ।।


(C)Image:ছবি




















ক প্রগলভা মেয়ের ঘরে
শুধু ডানা মেলছে গুটি বসন্ত
ঘাম, ফোস্কা, জ্বর, তাপপ্রবাহ
তার বিরাগ প্রেম, নৌকাভ্রমণ
আকাশ ভূমিকায় বিদ্যুৎ ট্রাফিক
বসন্তকালীন রঙধোঁয়ায়  বিজাতীয়
শরীরী গন্ধ দেশী ভাষায় মা কে ডাকে
ব্যর্থতার ইতিহাস শোনানোর জন্য
সেই তো মৃতা মাকেই রাত জেগে শিয়রে থাকতে হয়

কোন মন্তব্য নেই: