“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

বসন্ত ধুলো .....নয়

।।   চিরশ্রী দেবনাথ ।।















খন দিন ও রাতে
বসন্তকালীন পেঁচকেরা ডেকে যায়,
তারা ভুলপথে ঢুকে যায় মালভূমি শরীরে, 
 জ্বলজ্বলে সোনালি পালক ভাসিয়ে দেয় রক্তখাতে
উদভ্রান্ত এক শালবন আমার ভেতরে
ডানার ঝাঁপটায়, অস্থিমজ্জায় কি পাগল বসন্ত
রাত্রি ডেকে ডেকে ক্লান্ত পেঁচকেরা
আমার চোখেই সমুদ্র খোঁজে, সৈকতে নবকুমার
ঝিনুকপথে তার অবিরাম রক্তক্ষরণ ঘটছে
কোনদিনই সে পথ হারায়নি ......

কোন মন্তব্য নেই: