।। চিরশ্রী দেবনাথ ।।
এখন দিন ও রাতে
বসন্তকালীন পেঁচকেরা ডেকে যায়,
তারা ভুলপথে ঢুকে যায় মালভূমি শরীরে,
জ্বলজ্বলে সোনালি পালক ভাসিয়ে দেয় রক্তখাতে
উদভ্রান্ত এক শালবন আমার ভেতরে
ডানার ঝাঁপটায়, অস্থিমজ্জায় কি পাগল বসন্ত
ডানার ঝাঁপটায়, অস্থিমজ্জায় কি পাগল বসন্ত
রাত্রি ডেকে ডেকে ক্লান্ত পেঁচকেরা
আমার চোখেই সমুদ্র খোঁজে, সৈকতে নবকুমার
আমার চোখেই সমুদ্র খোঁজে, সৈকতে নবকুমার
ঝিনুকপথে তার অবিরাম রক্তক্ষরণ ঘটছে
কোনদিনই সে পথ হারায়নি ......
কোনদিনই সে পথ হারায়নি ......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন