“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

বসন্ত ধুলো ....এক...


।। চিরশ্রী দেবনাথ  ।।

(C)Image:ছবি























মার ছাপোষা কেরানি জাতীয়
এই নিম্ন মধ্যবিত্ত লাইনগুলো...
আমার মধ্যে দিয়ে হেঁটে চলা শিকড়বাকড়,
আয়ুর্বেদীয় কটু গন্ধে বেড়ে ওঠা আগাছা,
এরা প্রেমজ নয়, শরীরী ভূতগ্রস্ত রাত্রিময়,
বসন্তময় ছায়াবিতানে ঘুরে আসার সাধ হয়
কবিতা গন্ধ ছড়িয়ে আছে অপুষ্ট ফুলে
ঋতুবদলের এই কঠিন সময়ে এসবই
এই জ্বররোগীর অস্ফুট  বিকার...

কোন মন্তব্য নেই: