“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

বসন্ত ধুলো ......পাঁচ

।। চিরশ্রী দেবনাথ।।














মুদ্র ও বেলাভূমির মাঝে একাকী এক যৌনতট,
এখানে হেঁটে বেড়ায় বৃহন্নলা  ঋতু জীবনেরা
ছটফটিয়ে উঠে তাদের আঙুলের মাথা
বাঘিনী নখে যেন বিষাদ বসন্ত,
সব বসন্তে হিজরেরা মাতাল হয়,
ছোট ছোট গ্লাসে ঈশ্বর তাদের শৃঙ্গার দিয়েছেন,
ছোবলের নকল স্বাদ,
আর কচি পাতায় মোলায়েম বিদ্রূপ ....

কোন মন্তব্য নেই: