।।শৈলেন দাস।।
(C)Image:ছবি |
বাবা তাঁর ছেলেকে বললেন
কাল একটু বাড়িতে থাকিস্, কারণ
হীরেন ও তার স্ত্রী কাল আসবেন
আমাদের বাড়ীতে, তোকে দেখতে।
লক্ষী যখন ধরা দিতে চায়
তখন না বলতে নেই, তারচেয়ে
পাকাকথা দিয়ে দেওয়াই
বুদ্ধিমানের কাজ।
মার কথা-
রিমি যদিও নয় গৃহকর্মে নিপুণা
দেখতে কিন্তু মোটেই খারাপ না।
বড় ঘরের মেয়ে হলেও ধীরে ধীরে
সবকিছুতে মানিয়ে নেবে ঠিকই।
একজন সাতাশ বছরের স্বনির্ভর ছেলে
ওসবে তেমন গুরুত্ব দিলনা, কারণ
তার চিন্তা একটু আধুনিক
সে একটি গরীব মেয়েকে ভালবাসে।।
কাল একটু বাড়িতে থাকিস্, কারণ
হীরেন ও তার স্ত্রী কাল আসবেন
আমাদের বাড়ীতে, তোকে দেখতে।
লক্ষী যখন ধরা দিতে চায়
তখন না বলতে নেই, তারচেয়ে
পাকাকথা দিয়ে দেওয়াই
বুদ্ধিমানের কাজ।
মার কথা-
রিমি যদিও নয় গৃহকর্মে নিপুণা
দেখতে কিন্তু মোটেই খারাপ না।
বড় ঘরের মেয়ে হলেও ধীরে ধীরে
সবকিছুতে মানিয়ে নেবে ঠিকই।
একজন সাতাশ বছরের স্বনির্ভর ছেলে
ওসবে তেমন গুরুত্ব দিলনা, কারণ
তার চিন্তা একটু আধুনিক
সে একটি গরীব মেয়েকে ভালবাসে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন