“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

বন্ধু

।।শৈলেন দাস।।
 
(C)Image:ছবি















গুন জ্বলছে
বরফশীতল হৃদয়ের অন্ত:স্থলে,
পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়ুক তার উষ্ণতা
গ্লোবাল ওয়ার্মিং এর মত।
প্রেমের বিস্ফোরণ ঘটিয়ে
পৃথিবীর বুক থেকে হতাশার স্তূপ গুঁড়িয়ে দিতে
দেশলাইয়ের কাঠি হওয়ার
অঙ্গীকার রইল আমার
অক্সিজেনের জোগান তুমি দিও।

কোন মন্তব্য নেই: