“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

আমার প্রথম কবিতা


।।শৈলেন দাদ।।

বরাক জুড়ে ঘুরে যখন বিফল, অসার
চাতলা হাওরে একদিন দেখা পেলাম তার
মেটো পথে অনুরণন, রিনরিনি নূপূরের
নিস্তব্ধতা ভাঙ্গে কোকিলের ডাক
ধুক্ ধুক্ বেজে উঠে মনের রিংটোন।
হিঝিবিঝি শব্দেরা জড়ো হয়ে ইচ্ছে মতন
ফুটিয়ে তুলে মনের ভাব
যা এতদিন ছিল অতিব গোপন।
লেখা হয়ে যায় আমার প্রথম কবিতা।

কোন মন্তব্য নেই: