“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২ এপ্রিল, ২০২২

ইছামতীর ইচ্ছে

|| মিঠুন ভট্টাচার্য্য ||

(C)Image:ছবি

 

 

 

 

 

 

 

একা রাস্তায় হেঁটে যেতে যেতে
ইচ্ছে হল ইছামতীর জলে
সাঁতার কাটি।
ইছামতীর নিঃসঙ্গতার সঙ্গী হই।
মনে হল -
অনেক দেশ, মানুষের চাপ সামলে
সাগর পাড়ি দেবার উদ্দেশ্যে তার যাত্রা।
এত এত জলরাশি,
নৌকো বয়ে নিয়ে চলছে
ইস্পাতের সাঁকোর মাঝখান দিয়ে।
আমার শরীর, প্রাণের অংশীদার
সে হতে চাইবে কি?

কোন মন্তব্য নেই: