“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

আমি ছেলে

 

।। মিঠুন ভট্টাচার্য ।।

(C) Image:ছবি







 অযত্নের সময়ে বিষণ্ণকাল

সংবহনে কান্নার প্রবাহ নেই,

সহমর্মিতার গন্ধবোধ নেই।

ধর্ষণের খবরে

লজ্জা রাগ ঘৃণার অনুভূতি

বাতিলের কোঠায় তালাবন্ধ।

অগুনতি ঘটনা কত

দেশীয় লজ্জাভয়ের সামাজিকতায়

আকছার ঘরের মেঝেতে আত্মদহনরত।

ভিখিরি কাগজ

কচিকাঁচাদের সুস্থ করার তাগিদে

ছোট করে শিরোনাম ঢাকে।

রাষ্ট্রযন্ত্রের অনাদৃত বকবক

আমার শ্বেতকণিকায় কাঁপন ধরায়।

আমি নিশ্চিত

হাথরস কিংবা হাঁসখালি

আমার শহর নয়।

আমি কোথাও নেই

কারণ আমি মেয়ে নই।

তাই কি?

জন্মসূত্রটা জানি কি ?

 

কোন মন্তব্য নেই: