“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

বন্ধু তোকে ভালবেসে

||মিঠুন ভট্টাচার্য্য ||


(C)Image:ছবি















চল তোকে নিয়ে দিই ছুট
সৌরজগতের বাইরে
নতুন পৃথিবীতে,
নাম হবে অন্য কিছু।
পুরনো রীতি, বাধা চিন্তার আবরণহীন
মাটি, জল, জীবন।
সেখানে অমরত্বের কৌশলে হব কুশলী,
ভাবনার সাম্রাজ্য হবে স্বতন্ত্র।
পুরনো স্মৃতি যতসব
হবে ধুলোর স্তরে নিঃশেষিত,
মন মনকে
পুরো খোলা আকাশের নীচে রাখবে।
সবুজ নীল হলদে পালা করে রং ছড়াবে আমাদের আকাশটায়।
শুধু তুই আর আমি
ঐতিহাসিক সূচনার বন্ধু হব। 


কোন মন্তব্য নেই: