সৌরজগতের বাইরে
নতুন পৃথিবীতে,
নাম হবে অন্য কিছু।
পুরনো রীতি, বাধা চিন্তার আবরণহীন
মাটি, জল, জীবন।
সেখানে অমরত্বের কৌশলে হব কুশলী,
ভাবনার সাম্রাজ্য হবে স্বতন্ত্র।
পুরনো স্মৃতি যতসব
হবে ধুলোর স্তরে নিঃশেষিত,
মন মনকে
পুরো খোলা আকাশের নীচে রাখবে।
সবুজ নীল হলদে পালা করে রং ছড়াবে আমাদের আকাশটায়।
শুধু তুই আর আমি
ঐতিহাসিক সূচনার বন্ধু হব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন