“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৩ মে, ২০২২

বর্ণালীতে সাদামাটা তুমি

।।  মিঠুন ভট্টাচার্য  ।।

 


(C)Image:ছবি





















বহুতল আরশিতে 

তুমি যখন তুমিতেই ,  

জানানার শার্শিতে তখন

ঢালে নামা সরল গাছের সারি

লজ্জায় মুখ লুকোয়। 

কৃষ্ণচূড়া রঙ যখন

তোমার পাতায় ধরে, 

বোকা হাসিতে 

প্রাণচঞ্চল স্থপতি শিল্প সাজায়। 

তোমার লজ্জা চোখের বিচারে

আমি সিটিয়ে যাই। 

তবু তোমাকে তোমার মাঝেই চাই। 


কোন মন্তব্য নেই: