।। মিঠুন ভট্টাচার্য ।।
বহুতল আরশিতে
তুমি যখন তুমিতেই ,
জানানার শার্শিতে তখন
ঢালে নামা সরল গাছের সারি
লজ্জায় মুখ লুকোয়।
কৃষ্ণচূড়া রঙ যখন
তোমার পাতায় ধরে,
বোকা হাসিতে
প্রাণচঞ্চল স্থপতি শিল্প সাজায়।
তোমার লজ্জা চোখের বিচারে
আমি সিটিয়ে যাই।
তবু তোমাকে তোমার মাঝেই চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন