“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২২ মে, ২০২২

অনুভূতির পাতা থেকে


।। মিঠুন ভট্টাচার্য ।।













ভালবাসার বৃষ্টি গড়ায়
চুল বেয়ে কপাল,
চিবুক ছুঁয়ে, শরীর মেখে
মাটির শেকড়ে।
এই জলে না ভেজা প্রাণ
মেরুপ্রদেশে রাতবিহীন সকাল।
আবার মেঘ ভেঙে
প্রবল তোড়ে
ধেয়ে আসা জলরাশি
ধুয়ে সাফ করে দেয়
জীবনের মায়া,
শুকিয়ে দেয় প্রেমের অনুভূতি।
শেষ বাঁচার রসদে মিলে
কাঁকরযুক্ত মাটি।
ডিমা হাসাওয়ের নিশ্চিহ্ন
হাফলং স্টেশন যেমন দুর্যোগ পরে।
তবু বাঁচে অদম্য মানুষ
নতুন প্রত্যাশায়।


কোন মন্তব্য নেই: