।। মিঠুন ভট্টাচার্য ।।
ভালবাসার বৃষ্টি গড়ায়
চুল বেয়ে কপাল,
চিবুক ছুঁয়ে, শরীর মেখে
মাটির শেকড়ে।
এই জলে না ভেজা প্রাণ
মেরুপ্রদেশে রাতবিহীন সকাল।
আবার মেঘ ভেঙে
প্রবল তোড়ে
ধেয়ে আসা জলরাশি
ধুয়ে সাফ করে দেয়
জীবনের মায়া,
শুকিয়ে দেয় প্রেমের অনুভূতি।
শেষ বাঁচার রসদে মিলে
কাঁকরযুক্ত মাটি।
ডিমা হাসাওয়ের নিশ্চিহ্ন
হাফলং স্টেশন যেমন দুর্যোগ পরে।
তবু বাঁচে অদম্য মানুষ
নতুন প্রত্যাশায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন