“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৭ মে, ২০২২

মনের আয়না

 

 

 

|| মিঠুন ভট্টাচার্য ||


(C)Image:ছবি


 







য়নায় মনের ছবি এঁকে

তোমায় উপহার দেব বলে

রঙিন মোড়কে লাল গোলাপ সাঁটি।

তারপর.....

কিছু মনে আসে

খুলে ছুড়ে ফেলি বাক্স।

এরপর

ভয় আমায় কাছে এসে বলে,

ভাঙা রাস্তার ঝাঁকুনিতে

অসংলগ্ন টুকরো মনের আয়না,

ডেলিভারি বয় যদি তোমায় পৌঁছে দেয়,

তুমি হয়ত ফেরত দেবে।

কিন্তু আমার কাছে যে একটাই ছিল।

আরও কিছু পরে

ভাবি -

চিৎকার..... করে বলি....

স্বপ্নের আবেশে বুকে হাত রেখে।

কোথায় কী যেন আটকে দেয় ?

সম্বিত ফেরে,

তোমার স্বপ্ন ভাঙার অধিকার

আমি চাই না।

আমি স্বপ্নবাসায় থাকতেই পারি

শুধুই আমি। 

কোথাও কেউ নেই

প্রতিবিম্ব ছাড়া।

 

কোন মন্তব্য নেই: