“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৮ মে, ২০২২

বুদ্ধির দুর্যোগ

  ।।মিঠুন ভট্টাচার্য্য ।।

(C)Image:ছবি















উন্মাদ প্রকৃতি
শোধবোধ করতে উদ্যত।
সে ঠাই দিয়েছিল কীটপতঙ্গ থেকে
আধুনিক মানুষেরে একদিন।
চিনে নিতে শিখিয়েছিল তার নিয়ম,
আজও অবিরত চলছে
নিয়মের খোঁজ।
সেই ব্যবহার করতে দিয়েছিল
নিজের শরীরের ক্ষুদ্রতম উপাদানকে
বাঁচাতে ও বাঁচতে।
জানিয়েছিল পারস্পরিক শ্রদ্ধায়
বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের তত্ত্ব।
কিন্তু কিছু লোক শিখল অন্য কিছু।
তারা চাইতে শুরু করল -
সোনার ডিম পাড়া রাজহাঁস
কেটে মাংস খাবে ও
যাবতীয় সোনার মালিকানা পাবে।






কোন মন্তব্য নেই: