।।মিঠুন ভট্টাচার্য্য ।।
(C)Image:ছবি |
উন্মাদ প্রকৃতি
শোধবোধ করতে উদ্যত।
সে ঠাই দিয়েছিল কীটপতঙ্গ থেকে
আধুনিক মানুষেরে একদিন।
চিনে নিতে শিখিয়েছিল তার নিয়ম,
আজও অবিরত চলছে
নিয়মের খোঁজ।
সেই ব্যবহার করতে দিয়েছিল
নিজের শরীরের ক্ষুদ্রতম উপাদানকে
বাঁচাতে ও বাঁচতে।
জানিয়েছিল পারস্পরিক শ্রদ্ধায়
বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের তত্ত্ব।
কিন্তু কিছু লোক শিখল অন্য কিছু।
তারা চাইতে শুরু করল -
সোনার ডিম পাড়া রাজহাঁস
কেটে মাংস খাবে ও
যাবতীয় সোনার মালিকানা পাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন