।। এ এফ ইকবাল ॥
![]() |
| (C)Imageঃছবি |
আঁকড়ে ধরে বলছে কেউ
নেবোই আমার পাওনা বুঝে
বলছে আরেকজন
এক তিল দেবোনা তোরে ছেড়ে
অভিসন্ধিকারি বসে আছে
পঞ্চায়েতের মাথায়
হয়ে পোক্ত ডিভাইডার !
দেশ আমার জ্বলছে
নেভাতে পারে সাধ্য কার !
০৯-০৫-২০২২।
হাফলং। ডিমা হাসাও।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন