“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২২ মে, ২০২২

শেষ কলম


।। মিঠুন ভট্টাচার্য ।।

 






ভালোবাসি

তোমার সকল সত্তা জুড়ে।

মন্দবাসায়

প্রাপ্তি শূন্যতা।

হয়তো আছে নিশ্চয়।

কারণ তুমি মানবী। 

এখানেই আমি অসম্পূর্ণ।

অনেক রিক্ততার মাঝে তোমার অনুভূতি

অনন্য প্রাপ্তি।

তোমায় খুঁজে বের করার প্রয়াস

আমার আনন্দ যাপন।

হোক না

ভাষাহীন আদিম পৃথিবীর

আবেগিক অনুভব

লজ্জাবিহীন দিনান্তে।

 




কোন মন্তব্য নেই: