।। মিঠুন ভট্টাচার্য ।।
(C)Image:ছবি |
কবিতার কালিতে দেখা স্বপ্ন,
বইয়ের তাকে রাখা তোমার ভাষা,
আমার অত্যন্ত প্রিয় তুমি।
তোমার স্পষ্ট উচ্চারণ,
তোমার রচিত জীবনকথা,
আমায় নিয়ে যায়
আনন্দ নগর।
সেখানে ঝুলন হয়,
ঈদের নামাজ হয়,
দূর্গাপূজো হয় ভক্তিভরে।
আমি সেখানে তোমার সাথে,
শুধু তোমার সাথে
ঘর বাঁধতে চাই।
বইয়ের তাকে রাখা তোমার ভাষা,
আমার অত্যন্ত প্রিয় তুমি।
তোমার স্পষ্ট উচ্চারণ,
তোমার রচিত জীবনকথা,
আমায় নিয়ে যায়
আনন্দ নগর।
সেখানে ঝুলন হয়,
ঈদের নামাজ হয়,
দূর্গাপূজো হয় ভক্তিভরে।
আমি সেখানে তোমার সাথে,
শুধু তোমার সাথে
ঘর বাঁধতে চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন