“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

মানবতার সওগাত

।। আ, ফ, ম,  ইকবাল ॥  
 
(C)Image:ছবি

          
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আজও ফুটে ধরণীতে শতশত ফুল 
আজও ধরে ডালে ডালে ফলের মুকুল 
আজও বয় মৃদু বায়ু চিত্ত করে আকুল 
মানুষেরই মাঝে শুধু কেন এতো ভুল ! 

উঠে রবি নিত্য করে আলো পূর্বাকাশ 
শিশিরের সাথে খেলে কচি দূর্বাঘাস 
স্বচ্ছ প্রভাত বায়ু করে নির্মল শ্বাস প্রশ্বাস 
মানুষেরই মাঝে শুধু কেন এতো হা-হুতাশ !  

গ্রহ তারা রবি শশী চলে নিজ ছন্দে 
নীলাকাশে উড়ে পাখি চিত্ত-আনন্দে 
বিধির বিধান চলমান জগতের রন্ধ্রে রন্ধ্রে 
মানুষই কেন শুধু জড়িয়ে পরস্পর দ্বন্দ্বে ?  

কোথা গেল ভালোবাসা প্রেমের বন্ধন 
নয় কি মানুষ আজ আর মানব-নন্দন 
না জানি কেমনে হল এই ছন্দপতন 
মানুষের লাগি মানুষ আজ করছে ক্রন্দন ! 

এসো ভাই প্রেমডোরে ধরি হাতে হাত 
আবাহন করি নব প্রেমময় প্রভাত 
মানুষ হয় ভাবি মানুষের তরে দিবসরাত 
রচে যাই মানুষের তরে মানবতার সওগাত ॥

              
       ০১-০৪-২০২২। 
হাফলং। ডিমা হাসাও। 

কোন মন্তব্য নেই: