।। সপ্তর্ষি বিশ্বাস।।
হাতফোনে জানা গেলো ১লা বৈশাখ
এসে গেছে। প্রশ্ন ভেসে এল
"আনন্দে আছো তো?’
"হ্যালো’, "হ্যালো’, "হ্যালো’
বলি, যেন কিছু
শুনতে পাচ্ছিনা।
লাইন কেটে দিয়ে
মনে মনে বলি, বলতে
বাধ্য হই: আনন্দের কথা
যদি বল তাহলে বলতেই হয়
খালি পেটে ‘আনন্দ' হয়না আর
দুঃখের কথাটি এই, যে,
এ গ্রহের
৯৯ দশমিক ৯৯৯
শতাংশের পেটই খালি তবে
বিজ্ঞাপনে আনন্দ প্রভূত আর
তাতেই তাদের আর তোমার আমার
ঢেকে আছে মুখ, মাথা,
বুক, পেট এবং পেটের
নিচের ওই প্রত্যঙ্গটিও।
ভাবি, আমরা কখনো
জালব না আমাদের ক্ষুধার
ভূগোল? খুদার কসম,
আমরা
এভাবেই বিজ্ঞাপনে ছাপা
‘আনন্দ' ও আনন্দ
সংবাদ
গিলে গিলে
তারপর টপকে যাব হোর্ডিং এর ‘মোহিনী আড়ালে'?
খবর জানবে শুধু
কাকে আর চিলে?
সপ্তর্ষি বিশ্বাস
১৫ এপ্রিল ২০২২
বেঙ্গালোর
https://amarsonarbanglaamitomaybhalobasi.blogspot.com/2022/04/blog-post_15.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন