।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
উত্তপ্ত ভাব
উগ্র মূর্ত
ভাঙছিস মূর্তি ?
ধুলো বাঁচিয়ে চোখ খুলে দেখ
মূর্তিতে তো প্রাণ থাকে না,
ভাব ছিল। ভাবছিলি তুই পাথর গেছে ! না।
যখন ভাঙছিলি--
তোদের মুখের উপর চোখ দেখেছি অনেক
অতিরিক্ত ছায়ায় অচেনা হচ্ছিলি,
ধীরে।
কীরে, তোরা না গঠন জানিস ?
মনের গঠন, ভাবের গঠন...
ওদের কথা তোদের ব্যথা
হাতুড়ি মেরে জানিয়ে দিলি !
উগ্র মূর্ত
ভাঙছিস মূর্তি ?
ধুলো বাঁচিয়ে চোখ খুলে দেখ
মূর্তিতে তো প্রাণ থাকে না,
ভাব ছিল। ভাবছিলি তুই পাথর গেছে ! না।
যখন ভাঙছিলি--
তোদের মুখের উপর চোখ দেখেছি অনেক
অতিরিক্ত ছায়ায় অচেনা হচ্ছিলি,
ধীরে।
কীরে, তোরা না গঠন জানিস ?
মনের গঠন, ভাবের গঠন...
ওদের কথা তোদের ব্যথা
হাতুড়ি মেরে জানিয়ে দিলি !
বাইরে মূর্তি ভেঙে
গেলে
স্থায়ী হবে ভেতর ভাব,
ভাবমূর্তির কী আর ভাঙন হয় রে ?
চোখের উপর চোখ রেখে দেখ
তোর ছবিতেই মূর্তি- মাপ।
স্থায়ী হবে ভেতর ভাব,
ভাবমূর্তির কী আর ভাঙন হয় রে ?
চোখের উপর চোখ রেখে দেখ
তোর ছবিতেই মূর্তি- মাপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন