“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম

( চিনের টিয়ানজিন চিড়িয়াখানায় আশ্চর্য বানর ! যার মুখটা ঠিক মানুষের মুখের মত, চাঞ্চল্য )
।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)Image:ছবি








চিনের মধ্যে আজব একটা বানর দেখা গেলো।
দেখে যে তার মুখটা লোকে বড়ই মজা পেলো।।
এই বানরটা নিয়েই লোকের মাতামাতি যত।
এই বানরের মুখটা হলো ঠিক মানুষের মত।।
এই বানরের দেহের মধ্যে লোমটা বেশি দেখি !
একলা চলে কারো সাথে মিশছে না সে এ কী !!
মিডিয়াতে হিরো ও তার টিয়ানজিনে বাসা।

' মানুষ নাকি বানর ওটা ' বলেই লোকের হাসা।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে "দৈনিক ছড়া সংবাদ আসাম")
DNPP-5.29/03/18

কোন মন্তব্য নেই: