“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৩ মার্চ, ২০১৮

জীবন দোলা











।। সিক্তা বিশ্বাস ।।

জীবন যে ভাই আশার দোলা ....
করোনা তারে অবহেলা !
রঙ-বেরঙের
  তুলির টান ----
জীবন-ছবির আসল মান l
সুখের বাসর সুখের গান 
আবেগি মনের প্রেমের বান...
স্পর্শকাতর
  উচ্ছলমান !
নয়কো অহেতুক সন্দিহান l
জোয়ারজলে ভাসার আশ ....
নিত্যলীলা কল্পরাশ ----
দমকা হাওয়ার নেই অবকাশ !
এ যে মুক্ত বিহঙ্গের মুক্তাকাশ
  l
দোল্ দোল্ দোলৃ কেবল দোলা ----
মন আকাশে পাখনা মেলা ....
রঙিন চোখে সারাবেলা ....
বসন্তমেলাই জীবন দোলা l

*ঝোড়োমেঘ*
শিলং
 l

#ঝোড়োমেঘ সংকলন #
   ২ - ৩ - ১৮ ইং l


কোন মন্তব্য নেই: