“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৪ মার্চ, ২০১৮

কবিসম্মেলন

।। অভিজিৎ দাস ।।

(C)Image:ছবি













বি সম্মেলনে এসে অনেকেই হুট করে কবি হয়
আমি সেবছর কবি সম্মেলনে গিয়ে জীবন হয়েছিলাম ।
কবিরা যখন নারীর প্রেম, দুঃসাহসিকতা অথবা সমাজ পরিবর্তন নিয়ে ব্যস্ত ছিল
আমি তখন আমার গোঁফ ও দাড়ির চিন্তায় অস্থির ছিলাম
মাছের ডাক শুনছিলাম কল্পনার পুস্কুনিতে ।
আমি ধর্ষণের কথা বলিনা, প্রত্যেকটা মানুষই ধর্ষিত ।
আমি অমানবিক হত্যালীলা নিয়ে কবিতা লেখিনা,
প্রত্যেকটা মানুষই কয়েকবার প্রাণ দিয়েছে, যারা আছে, সকলে মৃত ।
বিশ্ব উষ্ণায়ন, বৃক্ষচ্ছেদন কোনো কিছু নিয়েই আমার কবিতা হয়না,
আমি জানি, সব গাছ মরে গেলে, মরে গেলে সকল জীবন, পৃথিবীর
কিচ্ছু যায় আসেনা, সূর্যের ভালবাসা একটুও কমবেনা তাতে ।
যদি তুমি বল, আমার সব চুল পড়ে গেলে, পড়ে গেলে সব দাঁত
সব গোঁফ-দাড়ি নিশ্চিহ্ন হয়ে যাবার পরেও তোমার ভালবাসা

একটুও কমবেনা, তাহলে আবারো আমি কবিসম্মেলনে যাব ।

কোন মন্তব্য নেই: