“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

অবুঝ মন

।। সুপ্রদীপ দত্তরায় ।।







কিছুতেই বুঝতে চায় না, অবুঝ এই মন 
ভালো লাগা যেখানে পায় না মর্যাদা 
ভালবাসার সেইখানে কী প্রয়োজন ? 
যে দেশেতে বৃষ্টি আজও দেয়নি ধরা
ধরার বুকে কিংবা চোখের পাতায়
মেঘে মেঘে সেই দেশে কীসের আলাপন ?
অনুযোগ, অভিমানে ভরা এই বুকে
অনুরাগে বাসরের কেন আয়োজন? 
ভালো লাগা যেখানে পায় না মর্যাদা 
ভালবাসার সেইখানে কী প্রয়োজন ?


কোন মন্তব্য নেই: